Dhaka, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
logo

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ পিএম

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। থাইল্যান্ড সফরে মিয়ানমারের সীমান্তবর্তী ৪ দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে রোববার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

তৌহিদ হাসান জানান, গত দুই মাসে মানবিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় ৬০ হাজার রোহিঙ্গাকে বিভিন্ন মাধ্যমে ঢুকতে দেওয়া হয়েছে। তবে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহয়তা চেয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের বোর্ডারে কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমার কীভাবে তাদের বোর্ডার সমস্যা সমধান করবে- এটা তাদের ব্যাপার বলে সাফ জানানো হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারকে ভবিষ্যতের অশনি সংকেত নিয়েও সতর্ক করা হয়েছে। মিয়ানমারের উপপপ্রধান মন্ত্রী এ পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়েছে, যদি রোহিঙ্গা সমস্যা সমাধান না হয় মিয়ানমার যে শান্তি চাচ্ছেন তা সম্ভব না।