Dhaka, মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
logo

এসএসসি পরীক্ষা বাতিলসহ ৫ দিন সরকারি ছুটির দাবি শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১ এএম

এসএসসি পরীক্ষা বাতিলসহ ৫ দিন সরকারি ছুটির দাবি শিক্ষার্থীদের

পাহাড়ের আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায়ের দিন নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে আদিবাসী শিক্ষার্থী ব্যানারে মিছিল ও মানববন্ধন করা হয়। মিছিলটি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে ঘুরে আবার প্রেস ক্লাবে সামনে এসে মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি, সেই বৈসাবির দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচারণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক নয়।

উৎসবে দিনের পরীক্ষা বাতিলসহ সকল স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের সরকারি ছুটি দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা প্রমুখ।