নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৭ পিএম
রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মোশাররফ হোসেন নামে এক রোগীর মৃত্যুর ঘটনা উঠেছে। স্বজনদের দাবি, শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অস্ত্রোপাচারের সময় মোশাররফের মৃত্যু হয়।
স্বজনরা জানান, এক সপ্তাহ আগে বুকে ব্যথা নিয়ে মোশাররফ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার তাকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের ঠিক আগে পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। তবে অস্ত্রোপাচার শেষে তাকে মৃত অবস্থায় বের করে আনা হয়। পরিবারের অভিযোগ, মোশাররফের মৃত্যু সন্ধ্যায় হলেও হাসপাতাল কর্তৃপক্ষ রাত সাড়ে ৯টায় বিষয়টি জানায়। তাদের আরও অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ও চাকরির প্রলোভন দেখিয়েছে। মোশাররফের ছেলে আতিকুর রহমান লিটু জানান, অধ্যাপক মঞ্জুরুল আলমের অধীনে অপারেশন হওয়ার কথা থাকলেও তিনি অপারেশনে উপস্থিত ছিলেন না। তার সহকারীরা অপারেশন পরিচালনা করেন। একই অভিযোগ করেন মোশাররফের মেয়ে ফারজানা আক্তার, যিনি বলেন, অপারেশন শুরু হওয়ার পরও অধ্যাপক মঞ্জুরুল আলম থিয়েটারে আসেননি।
তবে গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই অপারেশন সম্পন্ন হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।