নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৩ পিএম
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোঃ হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হানিফ হলেন জালাল উদ্দিনের ছেলে,
আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশ করে দীঘিনালা থানা পুলিশ।
জানাযায়, গতকাল রাতে মাহফিলে গিয়েছিল সে রাতে বাসায় ফিরেনি। সকাল সাড়ে ৭ টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় , পরে দীঘিনালা থানা পুলিশ লাশ উদ্ধার করে ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, আমারা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।