সিয়াম ইসলাম প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ১০:২৮ পিএম
জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল চাঁদপুরের মেঘনায়। সেই জাহাজে সাতজনের মরদেহ আছে জানা গেল আজ সোমবার ( ২৩ ডিসেম্বর) ।
বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দুপুর ১টার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।
চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।