Dhaka, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
logo

কুমিল্লা দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৩ পিএম

কুমিল্লা দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের (৩৬) মৃতদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রনি মিয়া (২২) চাদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাৎ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রি করতো। সহকারী হিসেবে এ্কই উপজেলার রনি মিয়া তার সাথেই থাকতো। বুধবার ওই ঘরের কক্ষ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার কর্মচারী রনি পলাতক ছিল।

এবিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতারকৃত রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাৎ এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে বিক্রি করতো এবং একসাথে একই কক্ষে থাকতো। ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি। এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামি রনিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।