নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৯ এএম
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক সমাবেশ ২৫ ই ডিসেম্বর বিকেলে উপজেলা বালিয়াখোড়া ইউনিয়ন ঝোকা এলাকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যকরী সদস্য,দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। কৃষক দলের সদস্য সচিব মোঃ ইসলাম শিকদারের সার্বিক সহযোগিতা ও আয়োজনে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আওয়াল খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান খান বাবুল, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন মিলু বড়টিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুর রহমান বাবর, ঘিওর উপজেলা কৃষক দলের মোহাম্মদ সাইফুল ইসলাম,মিনাজ উদ্দিন মিন্না, মীর দেলোয়ার হোসেন,আরশেদ খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, মোঃ রাশেদ খান, আব্দুল কাদের,নাহিদুল ইসলাম নাহিদ সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারন। সমাবেশে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,তারুণ্যের অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল। এই ৩১ দফায় যা যা লিখা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। প্রত্যক নেতাকর্মীদেরকে অনুরোধ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য । কেননা আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব অপরিসীম। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকটে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন।