Dhaka, সোমবার, জানুয়ারী ২০, ২০২৫
logo

খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:১৭ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি 

আজ শনিবার  সকাল ১০ টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের আলীনগর কবাখালী মৈত্রী বিহার সংলগ্ন মাঠে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৪ বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি। 

এ সময় তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় অসহায় শীতার্ত মানুষের কষ্ঠ দূর করতে দীঘিনালা সেনা জোন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এর অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷’ 

জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক আরো বলেন, সেনাবাহিনী শান্তি সম্প্রতি উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যৎও পাশে থাকবে।’

এতে অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট কাজী আসিফ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য স্মৃতিকাঞ্চন চাকমাসহ রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।