নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ পিএম
মোঃ জাহিদুল ইসলাম
প্রতিনিধিঃ গাইবান্ধা
বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের , নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমার জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই সপ্ন।
এরই ধারাবাহিতায় গাইবান্ধা সদর উপজেলায় ১১ নং গিদারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী -: ইখলাছুর রহমান পুটু।
১১ নং গিদারী ইউনিয়নের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে গিদারীবাসি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা৷ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, নতুন বছর যেন সকলের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনে ও প্রত্যেকের জীবনে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী সবাই দোয়া করবেন, আমি গরীব ও অসহায়দের পাসে থাকতে পারি ইনশাআল্লাহ।
সাফল্যের ধারা অব্যাহত হোক সবার জীবন শুভ নববর্ষ।
এটাই আমাদের নতুন বছরের অঙ্গিকার,শুভ হোক ১১ নং গিদারী ইউনিয়নের বাসীর ।