Dhaka, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
logo

সাবধান অনেকেই সতেরো বছরে মুখ দেখায়নি এখন টাকা পয়সা নিয়ে এসে দলে ঢুকতে চাইবে -সাবেক এমপি রোমানা মাহমুদ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০১:১১ এএম

সাবধান অনেকেই সতেরো বছরে  মুখ দেখায়নি এখন টাকা পয়সা নিয়ে এসে দলে ঢুকতে চাইবে -সাবেক এমপি রোমানা মাহমুদ

 

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জপ্রতিনিধি:
নিজেরা যদি বাঁচতে চান স্বচ্ছ কমিটি গঠন করুন নেতাদের হুসিয়ার করে বলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি রোমানা মাহমুদ 

তিনি আরো বলেন, সাবধান অনেকেই সতেরো বছরে মুখ দেখায়নি এখন টাকা পয়সা নিয়ে এসে দলে ঢুকতে চাইবে । নিজেরা যদি বাঁচতে চান স্বচ্ছ কমিটি গঠন করুন কমিটি গঠন করবেন কাদের নিয়ে কিভাবে করবেন বানিজ্য করবেন? আশা করি করবেন না। ত্যাগি নেতাদের মূল্যায়ন করবেন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ছাত্র  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও কলেজ ছাত্রদলের আয়োজনে (০১ জানুয়ারি) বুধবার বিকেলে উপজেলার জামতৈল পশ্চিম বাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা এবং উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।