নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৫, ০৪:১৯ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে সারা দেশে আজ ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১ জানুয়ারি) শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (জেলা জজ) আ. ছালাম খান।
এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বছরের প্রথম দিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুইটি প্রকল্পের অধীনে মোট ৭৪ হাজার ১০টি শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকি ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত।