Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫
logo

নওগাঁর মান্দায়  ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০৮ এএম

নওগাঁর মান্দায়  ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

হাবিব আমজাদ 
মান্দা(নওগাঁ)  প্রতিনিধি

নওগাঁ জেলার মান্দা উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মান্দা উপজেলা ছাত্রদল।
দীর্ঘ প্রায় ১৩ বছর পর উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মান্দার ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলা ছাত্রদল দোয়া ও আলোচনা সভা আয়োজন করে।উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটি(বিএনপি)-এর সদস্য এম.এ মতিন।
প্রধান বক্তা ছিলেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধূরী। 
সন্মানিত অতিথি ছিলেন, ডাঃইকরামুল বারী টিপু-সাবেক সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি।
আলোচনা সভাটি উদ্বোধন করেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মখলেছুর রহমান মকে।
উক্ত সভাটি - সদস্য সচিব মান্দা উপজেলা ছাত্রদল শ্রী পলাশ কুমারের সঞ্চালনায় ও মান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে সমাপ্ত হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মান্দা উপজেলা ছাত্রদল।