Dhaka, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
logo

নতুন বছরে প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জম জমাট কুয়াকাটা।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ০৭:১৮ এএম

নতুন বছরে প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জম জমাট কুয়াকাটা।

আব্দুল মান্নান ঃ কলাপাড়া প্রতিনিধি 

 

 

নতুন বছরের প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। ২০২৫ সালের প্রথম সপ্তাহে প্রথম শুক্রবার (৩) জানুয়ারি হাজার পর্যটকদের আগমনে জমজমা হয়ে উঠেছে সগর কন্য কুয়াকাটা।নতুন বছর কে ঘিরে হাজারো পর্যটক বেরাতে এসেছে সাগর কন্যা কুয়াকাটায়।মূলত এশিয়া মহাদেশের মধ্য বাংলাদেশে একমাত্র সূর্য উদয়-অস্ত দেখা যায় কুয়াকাটায়। তাই বিশেষ করে শীতের মৌসুমে হাজারো পর্যটকদের ঢল নেমে আসে কুয়াকাটায়। 

 

 

এ এছাড়াও কুয়াকাটা পর্যটকদের ঘোরার জন্য রয়েছে আকর্ষণীয় কয়েকটি স্পট। যে স্পটগুলো পর্যটকরা ঘোরার জন্য বাইক অথবা ইজিবাইক নিয়ে ঘুরে থাকেন। কুয়াকাটা মেইন সি বিচ থেকে পূর্ব দিকে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে পর্যটকরা অতি সকাল বেলায় সূর্যোদয় দেখার জন্য যে থাকেন। সেখান থেকে গঙ্গা মতির লেক পাড়িয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, লাল কাকড়ার চর,ঝাউবন,মিশ্রি পাড়া (৩৬') উচ্চ বোদ্ধ বিহার, রাখাইন তাত পল্লি এগুলো ঘুরে বেড়ায় পর্যটকরা।

 

 

এছাড়া বিকেলে সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটার পশ্চিম দিকের বিচে ৪-৫ কিলোমিটার দূরে লেবুর বন, তিন নদীর মোহনা ঘুরে থাকেন।  

নতুন বছরে অফিস আদালত বন্ধ পেয়ে কুয়াকাটায় বেরাতে এসেছে হাজারো পর্যটক। হাজারো পর্যটকদের ঘিরে স্বস্তিতে নিস্বাস ফেলছেন ব্যবসায়িরা।