Dhaka, শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
logo

রাফির সেই অ্যাকাউন্টে মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে: সারজিস


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৫:২৯ পিএম

রাফির সেই অ্যাকাউন্টে মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিকাশ অ্যাকাউন্টে ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে একটি অনলাইন নিউজ পোর্টাল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের এনআইডি দিয়ে খোলা খান মাহমুদ তালাত রাফির আরেক বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর লেনদেন হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।

এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘ওই সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি। সেই অ্যাকাউন্টে জুলাই থেকে ডিসেম্বর একবারই মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে।’

সারজিস বলেন, ‘সমন্বয়ক রাফির বিরুদ্ধে মিথ্যা নিউজ করে তা ডিলিট করে ক্ষমা চেয়েছে অনলাইন পোর্টালটি। পোর্টালটি বলছে, এই নিউজ যে সাংবাদিক করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই নিউজের জন্য রাফির যে মানহানি হয়েছে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী।’ 

তিনি আরো বলেন, ‘পাশাপাশি তারা যেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই পেজের তথ্যসূত্রগুলোও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।