Dhaka, শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
logo

‘মিত্র ছিলেন শত্রু হবেন না’, জামায়াতের উদ্দেশে ফারুক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৬ এএম

‘মিত্র ছিলেন শত্রু হবেন না’, জামায়াতের উদ্দেশে ফারুক

জামায়াতকে উদ্দেশ্য করে  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মিত্র ছিলেন শত্রু হবেন না দয়া করে। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৬ টি বছর হাঁটু পানিতে দাড়িয়ে, জঙ্গলে ঘুমিয়ে যে সরকারের পতন ঘটিয়েছি, সেই সরকারকেও ক্ষমা করে দিয়েছে আগস্টের পর কয়েকটি দল। তিনি সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষমা কাকে করলেন, ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আবার বলেন, নতুন করে চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনা যাবে না। কিসের শক্তির বিনিময়ে এসব কথা বলেন। দয়া করে মুখ বন্ধ করেন, অনেক কথা আছে, মিত্র ছিলেন শত্রু হবেন না।

জয়নুল আবদিন বলেন, আমরা সকলে আন্দোলন করেছি, একটি অপেক্ষার অবসান হয়েছে, ঠিক এই মুহুর্তে নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আমরা অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাঁরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তিনি বলেন,আমরা নির্বাচন চাই, সেই নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে সে ধরনের সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। মূল সংস্কার নির্বাচিত সরকার করবে।

বর্তমান সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, বিগত সরকারের সময় যারা সিন্ডিকেট করেছে তাদের কয়জনকে জনসম্মুখে আনতে পেরেছেন? তাদের একজনকেও  আইনের আওতায় কেন আনা হয়নি?

তিনি অভিযোগ করে বলেন, ১৭০ জন সচিব,উপসচিব, এসপি, ডিসি কেনো এখনো বর্তমান সরকারের ঘাড়ের ওপর বসে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে কেন আগুন? এসব উদঘাটনে দেরি কেনো?

আইন শৃঙ্খলা বাহীনি আগের মতো কাজ করছেন না অভিযোগ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহীনির ওপর যাতে জনগণের বিশ্বাস ফিরে আসে সে লক্ষ্যে কাজ করুন। 

আমরা চাই না মইন ফখরুদ্দিনের মতো বিলম্বিত করে আরেকটি দল ক্ষমতায় আসুক । আমরা আপনাদের বিশ্বাস করি, এই বিশ্বাস আমরা অব্যহত রাখতে চাই।