নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৪২ এএম
মোঃ হাচান আল মামুন দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাড়ি ড্রাইভারসহ ৪ পর্যটক কে অপহরণের অভিযোগে ২ জন কে গ্রেফতার করেছ পুলিশ।
বুধবার মধ্যরাতে (৯ জানুয়ারী) উপজেলার রশিক নগর এলাকা হতে দীঘিনালা থানা পুলিশের অভিযান পরিচালনা করে দু‘জন কে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে মোঃ নবী হোসেন (৩০) ও একই এলাকার মোঃ শুক্কুর আলীর স্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার (২২)।
দীঘিনালা থানা সূত্রে জানাযায়, মামলার বাদী মোঃ রুবেল মিয়া (৩২) ঢাকার আনোয়ার বাগ হতে তার ৩ বন্ধু কবির (৩০), মোঃ সাখাওয়াত (৩৮), মোঃ আলা উদ্দিন (৪০)সহ মিলে ৭ জানুয়ারী সাজেক আসার পথে দীঘিনালা বাস স্টেশন হতে ৮ জানুয়ারী কৌশলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এদিকে তাদের মুক্তিপন হিসাবে ৪ লাখ টাকা দাবী করে অপহরণ কারী‘রা। টাকার জন্য মারধর করা হয় পর্যটকদের। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগীতা চাওয়া হলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অপহরণের তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান করে অপহৃত ৪ পর্যটক ও একটি ব্যাগ তিনটি মোবাইল ফোন উদ্বার করা হয় বলে জানা যায়।
এদিকে অপহরণের ঘটানায় অজ্ঞাতসহ ১০ জন কে আসমী করে ৬ টি দ্বারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, দীঘিনালা হতে পর্যটক অপহরণ হলে পুলিশ অভিযান পরিচালনা করে দু‘জন গ্রেফতার করে। থানায় অপহরণ কারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।