নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৬ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে আনিকা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননীকে কুপিয়ে ও গলাকেটে হত্যায় তার মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আনিকা স্থানীয় সোনা মিয়া হাজীর বাড়ির নাজিম উদ্দিনের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী মো. মুরাদের বাড়ি লক্ষ্মীপুরে। এ দম্পতির ছয় বছর বয়সী এক ছেলে ও চার মাস বয়সী এক মেয়ে রয়েছে।
আনিকার মামা নাছির উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই বাবার বাড়িতে থাকতেন আনিকা। তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। এ বিষয়ে পরিবারের অন্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
প্রতিনিয়ত ওই পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত বলে জানান ইউপি সদস্য জহুরুল আলম। তিনি ও প্রতিবেশীরা জানান, রোববার সন্ধ্যা থেকেই আনিকার ঘরের দরজা বন্ধ ছিল। এ কারণে তাদের মধ্যে সন্দেহ দেখা দেয়। এক পর্যায়ে রবিনসহ আরেকজন প্রতিবেশী ঘরে ঢুকে দেখতে পান, আনিকার পুরো শরীর রক্তাক্ত; গলা কাটা ছাড়াও শরীরের নানা স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে ঘটনাটি তারা ভূজপুর থানায় জানান। পরে রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘরে আনিকার মা রোখসানা আক্তার (৪৫) ছাড়া কাউকে পাওয়া যায়নি।
হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ে ও তার মায়ের সামান্য মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।’
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, নিহত আনিকা ও তার মা রোখসানা কিছুটা মানসিক ভারসাম্যহীন। এ দু’জনের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকত। রোববার রাতেও ঝগড়া হচ্ছিল। এরই একপর্যায়ে আনিকাকে একাধিক ছুরিকাঘাত করেন মা। পরে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আনিকার স্বামী মো. মুরাদ থানায় হত্যা মামলা করেছেন। এতে আনিকার মা রোখসানা ও ছোট ভাই রাকিবুল হোসেনকে (২২) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।