Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫
logo

রাতের আধারে ব্রহ্মপুত্র নদের গোড়াইন প্রবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তলন।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ১২:৩২ এএম

রাতের আধারে ব্রহ্মপুত্র নদের গোড়াইন প্রবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তলন।

 

 

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি, গাইবান্ধা  

 

গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়নের নদী ভাঙ্গন প্রবন ব্রহ্মপুত্রের নদের গোড়াইন হইতে অবৈধ ভাবে দিনের পর দিন রাতের আধারে উত্তলন করা হচ্ছে বালু, প্রতি রাতে অবৈধ কাকড়া গাড়ি (ট্রাক্টর) দিয়ে বালু উত্তলন ও পরিবহন করা হচ্ছে। এতে যেমন নদী ভাঙ্গনের স্বীকার হচ্ছে পথ আরো সুগম হচ্ছে সেই সাথে এলাকার রাস্তা ঘাট নষ্ট হচ্ছে। এমনকি বাপ দাদার ভিটা সহ ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে, প্রতি রাতে অবৈধ কাকড়া গাড়ির বিকট শব্দে এলাকার অসুস্থ, বৃদ্ধ, শিশু সহ কেউ ঘুমাতে পারছে না। রাস্তার ধুলা বালি পুরো এলাকার পরিবেশ নষ্ট করছে। এমনিতেই গত বছর গুলোতে নদীর অস্বাভাবিক ভাঙ্গনের গিদারী ধুতিচোরা, আনালের ছড়া, গোড়াইয়েনের কয়েকশত বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে তার উপর এমন অনবরত অবৈধ বালু উত্তলন এলাকার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের নিরব ভুমিকা পালন উক্ত এলাকার জনগণের জন্য কোন ভাবেই স্বস্তি বয়ে আনছে না।

 

জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ‌ করছে এলাকাবাসী দ্রুত সময়ে কার্যকর ব্যাবস্থা গ্ৰহন করবেন।জেলা প্রশাসন,