নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪৫ পিএম
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়ন লক্ষীপুরা গ্রামে বাইতুল মামুর জামে মসজিদ ও দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে লক্ষিপুরা ঈদ গাহ মাঠে শুক্রবার ১৭ই জানুয়ারি সকালে হামদ- নাত,ক্বেরাত ও গজলের পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আ.ফ. ম এডভোকেট নূরতাজ আলম বাহার,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,মোঃ মোস্তাক আহমেদ,লন্ডন প্রবাসী ও সভাপতি মানিকগঞ্জ জেলা ওয়েলফার অ্যাসোসিয়েশন লন্ডন (ইউ,কে) সহ জেলা উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও মসজিদের সভাপতি সিদ্দিক মোল্লা। অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন মোল্লা, লন্ডন প্রবাসী ও সিনিয়র সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন (ইউ,কে)। এ সময় প্রধান অতিথি আফরোজা খানম রিতা তিনি তার বক্তব্যে বলেন,আমার বাবা প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী হারুন আর রশিদ খান মুন্নুর সাথে এই এলাকার মানুষের অনেক স্মৃতি ও গভীর সম্পর্ক ছিল। আজ আমার বাবা বেঁচে নেই ,কিন্তু তার স্মৃতি এখনো রয়ে গেছে। তৎকালীন সময়ে এই মসজিদটি তৈরিতে আমার বাবা অনেক অবদান রেখেছিলেন। আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন।আমি এই এলাকা তথা শিমুলিয়া ইউনিয়নবাসী প্রতি চির কৃতজ্ঞ,কেননা তারা আমার বাবা ও আমাকে যথেষ্ট স্নেহ ও সম্মান করেন ।আমি এই এলাকার জনসাধারণের জন্য সর্বদাই মঙ্গল কামনা করি। আমি আশা করছি আগামী সংসদ নির্বাচনে এই এলাকার জনসাধারণ সকল প্রকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং বিএনপি সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন। লন্ডনে চিকিৎসাধীন আমাদের প্রাণপ্রির নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য সকলেই দোয়া করবেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।