নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০৪ পিএম
রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় চিকিৎসকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন মামলা হবে নাকি আগের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
জানা গেছে, শহীদ ইসমাইলের চিকিৎসার অবহেলা সংক্রান্ত বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ৫ জনের অবস্থান নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার তানভীর হাসান জোহা। তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।