Dhaka, সোমবার, জানুয়ারী ২০, ২০২৫
logo

যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম

যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

 

অদ্য ১৮/০১/২০২৫খ্রিঃ সকাল ১০.০০  ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়।

এর আগে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের যশোর জেলায় আগমন উপলক্ষে পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের পক্ষ হতে একটি সুসজ্জিত চৌকস দল দ্বারা গার্ড অব অনার প্রদান করা হয়।

কল্যাণ সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার ও অত্র কল্যাণ সভার সভাপতি জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়।

পরবর্তীতে উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ ও নন-পুলিশ সদস্যবৃন্দ সার্বিক কল্যাণ কেন্দ্রিক সুবিধা- অসুবিধাসমূহ মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট উপস্থাপন করেন।

মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সকলের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। অন্যান্য যৌক্তিক আবেদন গুলো সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমি কখনোই চাইনা আমার কোন পুলিশ সদস্যের জন্য বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হোক এব্যাপারে তিনি সকলকে সতর্ক করেন। 

তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশনা প্রদান করেন এবং বাহিনীর ভাবমূর্তি আরো বেশি উজ্জ্বল করতে সকলকে  সেই লক্ষ্যে কাজ করার আহ্বান করেন।

পরিশেষে তিনি সকল ন্যায় সঙ্গত যৌক্তিক দাবি পূরণে সর্বদা পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর।

পরবর্তীতে জেলা পুলিশের আয়োজনে বিকাল ১৫.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে  জেলা পুলিশে কর্মরত সকল ঊর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় রেঞ্জ ডিআইজি খুলনা, মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার যশোর, মহোদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, সকল সার্কেল কর্মকর্তাগণ, মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের স্টাফ অফিসার, ডাক্তার পুলিশ হাসপাতাল, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ), ডিবি, ডিএসবি সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।