Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫
logo

ভূঞাপুরে ২৪ ঘন্টার ভিতরে ২০ লিটার মদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৮:২৭ পিএম

ভূঞাপুরে ২৪ ঘন্টার ভিতরে ২০ লিটার মদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

 

হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি অটোরিকশা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে ২৪ ঘন্টার ভিতরেই গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী খালেদা (৩৫) কে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামি খালেদা উপজেলার চিতুলিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। 

জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে চিতুলিয়া পাড়া এলাকায় কোরবান আলীর ছেলে আনোয়ার ও তার স্ত্রী খালেদা দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। পরে বুধবার এলাকার সুশীল সমাজ ২০ লিটার মদ ও ১টি অটোরিকশা জব্দ করে পুলিশে সোপর্দ করে। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় অটোচালক ও ব্যবসায়ী দম্পতি। পরে ২৪ ঘন্টার ভিতরেই পলাতক খালেদা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ। 

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, গতকাল দেশীয় চোলাই মদ ও অটোরিকশা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ তাকে মামলা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।