Dhaka, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
logo

রাঙ্গাবালী উপজেলায় বিডি ক্লিন সম্মেলন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০১:৪৭ এএম

রাঙ্গাবালী উপজেলায় বিডি ক্লিন সম্মেলন

 

রাঙ্গাবালীতে (পটুয়াখালী) প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন  করা হয়। এতে শতাধিক সদস্য অংশ নেন। 

শুরুতে পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সদস্যরা আলোচনা ও শপথবাক্য পাঠ করেন। পরে  সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে বিডি ক্লিন। বিডি ক্লিন এটা সামাজিক সংগঠন। রাঙ্গাবালীসহ সারাদেশে  বিডি ক্লিন অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে সেচ্ছাসেবী সংগঠনের এই সদস্যরা। তাদের এই কাজ অন্যদের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে। 

সম্মেলনে বক্তব্য রাখেন, বিডি ক্লিনের  উপপ্রধান সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস, বিডি ক্লিনের পটুয়াখালী জেলার অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয়, পটুয়াখালী জেলার সমন্বয়ক আতিকুর রহমান প্রমুখ।