নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০৯:২১ এএম
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এতে করে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।
জানা গেছে, আলী আজিমের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা ট্যাংকলরি রাস্তায় রেখে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন। ফলে বর্তমানে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এতে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
ধর্মঘটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য করেন। পরে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর পৌনে ৩টায় জরুরি বৈঠক বসেন।
বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, সাধারণ সম্পাদককে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রোববার দুপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।