Dhaka, শনিবার, মার্চ ২২, ২০২৫
logo

মরুভূমিতে সৌদি প্রবাসীদের দেখতে গেলেন আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৫, ১০:১৯ এএম

মরুভূমিতে সৌদি প্রবাসীদের দেখতে গেলেন আসিফ নজরুল

সৌদি আরবে রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাজরাতে (কৃষি খামার) কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নি‌য়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

 

বুধবার (২৯ জানুয়া‌রি) রিয়াদের বাংলা‌দেশ দূতাবাস জানায়, উপদেষ্টা কর্মীদের স‌ঙ্গে ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।

উপদেষ্টা তাদের সব সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন। তি‌নি তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজ নেন। উপদেষ্টা তাদেরকে এত কষ্ট করে উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে পরামর্শ দেন।