বিশেষ প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০১:১৮ পিএম
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে অবৈধ চাঁদা উত্তোলনের দায়ে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ব্যাটারী চালিত ইজিবাইক এবং অটোরিকশার চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় কালে উত্তোলিত ১০ হাজার ৯৪০ টাকাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আ: রশিদের ছেলে মো. ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে মো. বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের মো. নবীর উদ্দিনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে অবৈধভাবে তিনজন চাঁদা উত্তোলনকারী সংগঠনের নামে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালিন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদেরকে আটক করেন। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ওই তিন চাঁদাবাজকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।