নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০৭:১৫ এএম
আবু তাঈম সিজান নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলার রোভারের ৩৬তম বার্ষিক ও ১৫তম ত্রৈ-বার্ষিক বিশেষ কাউন্সিল সভা আজ পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় জেলার সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার, শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি ও অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
এছাড়া, কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হিসেবে মনোনীত হন জেলা প্রশাসক, এবং কমিশনার হিসেবে মো. মাহাবুব হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্কাউটার ড. মো. আমিনুল ইসলাম। ট্রেজারার পদে মো. মনিরুজ্জামানসহ ৩৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয় যে, আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত এই কমিটি রোভার স্কাউট কার্যক্রম পরিচালনা করবে।