Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ এএম

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সময় যত পার হচ্ছে ততই এগিয়ে আসছে পবিত্র রমজান শুরুর মাস। আর রমজান শেষেই বিশ্বের মুসলিমরা পালন করবে পবিত্র ঈদুল ফিতর। এজন্য এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ গণনা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, এ বছর ঈদে ৩দিন সরকারি ছুটি থাকবে। তবে এবার রজমান মাস ৩০ দিনে হলে আরো অতিরিক্ত ছুটি যোগ করা হবে।

আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি নির্ভর করে চাঁদ দেখা কমিটির ওপর। ইসলামিক হিজরি অনুযায়ী দেশটি সরকারি ছুটি ঘোষণা করে থাকে।

এ বছর কবে থেকে পবিত্র রমজান শুরু হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। এদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে।

এ বছর যদি রমজান মাস ২৯ দিনে হয়, তাহলে আগামী ৩০ মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি রমজান মাস ৩০ দিনে হয়, তাহলে ৩১ মার্চ ঈদ পালিত হবে।