Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫
logo

নিজ এলাকা গ্রীন এন্ড ক্লিন রাখতে প্রশাসনের উদ্ব্যোগ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৬:৫৮ পিএম

নিজ এলাকা গ্রীন এন্ড ক্লিন রাখতে প্রশাসনের উদ্ব্যোগ

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

নিজ এলাকা গ্রীন এন্ড ক্লিন রাখতে ৫২দিনের কর্মসূচী হাতে নিয়েছে রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি এলাকা পরিস্কার এবং পরিচ্ছন্নতা রাখতে হবে এবং বাড়ির আসে পাশের পতিত জমিতে গাছ রোপন করে সুবুজের সমারহ করতে হবে। উপজেলার প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এই কর্মসূচী বাস্তবায়নে সকল স্তরের জনগনকে কাজ করার আহবান জানান ইউএনও জান্নাতুল ফেরদৌস।          

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকালে উপজেলা প্রশাসনের আয়েজনে পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জিরো ওয়েস্ট বিগ্রেড এর মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ওয়েস্ট বিগ্রেড পরিচ্ছন্নতার আহবায়ক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  

দিনের শুরুতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতার অংশ হিসাবে প্রথম দিনে ইউএনও , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ পরিচ্ছন্নতা কাজে যোগ দিয়ে স্থানীয়দের উৎসাহিত করেন। ওই সময় উপজেলা চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম (রবি), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এবং উপজেলা থানা প্রেসক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ (সনি) উপস্থিত ছিলেন। পরিশেষে ইউএনও কেন্দ্রীয় শহীদ মিনারে পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধী গাছ রোপন করেছেন। আগামীতে প্রত্যেক উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হবে।