Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
logo

মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না: আসিফ মাহমুদ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৭:১৩ এএম

মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না: আসিফ মাহমুদ

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আওয়ামী লীগ সরকার তাদেরও আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন। সেই আয়না ঘরের অভিজ্ঞতা নিয়ে আজ রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

 

তিনি সেখানে লিখেছেন, ‘২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। এমন সেল ছিল ৯টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না।’

 

পোস্টটি শেয়ার করা এক ঘণ্টার মধ্যে ৭৮ হাজার মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। কমেন্ট করেছেন ৫ হাজার ৭০০ জন। 

 

এর পোস্টের ৬ ঘণ্টা আগে আরেকটি পোস্টে আসিফ মহামুদ লেখেন, ‘আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিল। নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি। দেয়ালের ছিদ্রগুলোতে এক্সস্ট ফ্যান ছিল।’

 

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ জানান, তাকে আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল।