সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫, ০৬:৪১ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটে বিনিয়োগের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য তাদের রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি নতুন বিভাগ গঠন করছে কোম্পানিটি। বিভিন্ন কায়িক শ্রম করতে পারবে এই রোবটগুলো। মেটা এক অভ্যন্তরীণ মেমোর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
মেটা ইতিমধ্যে রোবটিকস কোম্পানি ইউনিট্রি রোবটিকস এবং ফিগার এআইয়ের সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। তবে নিজস্ব ব্র্যান্ডেড রোবট বাজারে আনতে তাড়াহুড়া করছে না কোম্পানিটি।
এই ঘোষণা মেটার রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি বড় বিনিয়োগের প্রতিফলন। তবে প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এটি। গত বছর চতুর্থ ত্রৈমাসিকে এই ইউনিটের লোকসান হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার।
এআই চালিত ডিভাইস তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রযুক্তি কোম্পানিগুলো এবং স্টার্টআপগুলো। পণ্য উৎপাদন ও গৃহস্থালি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছে। তবে, রোবটের ক্ষেত্রে এই উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে। কারণ ভাষাভিত্তিক এআই সাফল্য চ্যাটবট উন্নয়নে সহায়তা করলেও তা ভৌত জগৎকে ভালোভাবে বুঝতে সাহায্য করেনি।
বছরের পর বছর ‘এম্বডিড এআই’ গবেষণায় অর্থায়ন করছে মেটা। এটি একটি এমন এআই সহকারী তৈরি করবে, যা চারপাশের ত্রিমাত্রিক জগৎ দেখতে, শুনতে পারবে এবং এতে চলাফেরা করবে। কোম্পানির প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুনও ভাষার মডেলগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে, নতুন ধরনের মডেল তৈরির ওপর জোর দিয়েছেন, যা ভৌত জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারবে।