Dhaka, বুধবার, মার্চ ১৯, ২০২৫
logo

রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৫, ১০:২১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করছে সিএনজি চালকরা। এর ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর সড়কে মিটার পদ্ধতিতে ভাড়া আদায় সমন্বয় কিংবা বাতিলসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছেন সিএনজি চালকরা।

 

সরেজমিনে দেখা যায়া, সকাল থেকে রাজধানীর মানিকনগর, মালিবাগ, গাবতলী মাজাররোড, মিরপুর ১৪, যাত্রাবাড়ী ও রামপুরা এলাকায় সিএনজি চালকরা রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করছে। এতে সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে।

 

 

 

যার ফলে সকাল থেকে অফিসগামী যাত্রীরা সিএনজি না পেয়ে রিকশা ও পায়ে হেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অবরোধের কারণে সড়কগুলোয় তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

 

 

 

ভুক্তভোগীরা জানান, এই সংকট নিরসনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিবে।

 

 

 

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।