Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

মুন্সিগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৯:০৯ পিএম

মুন্সিগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একসঙ্গে ৩ সন্তান প্রসব করেছেন প্রবাসীর স্ত্রী সুলতানা আক্তার (২৮)। 

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয় ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ১ ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয়। 

 

৩ সন্তানের জননী সুলতানা আক্তার (২৮) উপজেলার রসকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আরশাদ দেওয়ানের স্ত্রী। এই দম্পতির আগে একটি ১০ বছরের ছেলে সন্তান রয়েছে। 

 

ক্লিনিকের স্ত্রী রোগ ও গাইনী বিশেষজ্ঞ এবং সার্জন ডা. আমেনা খাতুন তানিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 

 

আমেনা খাতুন জানান, নবজাতক ৩ শিশুর মধ্যে ছেলের ওজন ১ কেজি ৮০০ গ্রাম ও ২ মেয়ের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে। বর্তমানে ভূমিষ্ঠ তিনটি শিশু ও তাদের মা সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।