সিয়াম ইসলাম প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৯:৩৫ পিএম
রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি উত্তরা পশ্চিম থানায়, সন্ত্রাসবিরোধী আইনে হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই এই মামলার বাদী হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার বিষয়টি নিশ্চিত করেন।
আজ সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেছিলেন, ঘটনাটি গতকাল সোমবার রাত ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বেলা পৌনে তিনটার দিকে বলেন, আটককৃত দুজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের এরই মধ্যে আদালতেও পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে বলে জানান ডিসি তালেবুর রহমান।