Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
logo

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৮:১১ এএম

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে ৮ টি ইউনিটকে দায়িত্ব দিয়েছে ফায়ার সার্ভিস। 

এসব ইউনিটের মধ্যে ৬টি সেখানে কাজ করছে এবং বাকি ২টি এখন পথে আছে, শিগগিরই যোগ দেবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৪৪ মিনিটে করাইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

রাকিবুল হাসান বলেন, “আজ রাত ১২ টা ৪৬ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫ ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে আরও ৫ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

“প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।” 

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়েছে।