Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫
logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবি সাইক্লিস্টের র‍্যালি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০৮:৩৯ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবি সাইক্লিস্টের র‍্যালি

 

 

চবি প্রতিনিধি 

 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস- (সিইউসি) এর উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয় এ র‍্যালি। র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বায়োলজি অনুষদ, বঙ্গবন্ধু হল, হতাশার মোড়, স্মরণ চত্বর ও কেন্দ্রীয় খেলার মাঠ প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

 

এতে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সিইউসির উপদেষ্টা ড. মাখন চন্দ্র রায়, সিইউসির সভাপতি মো. আশিক সরকার, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানসহ কার্যকরী পর্ষদের সকল সদস্যবৃন্দ।

 

পরিশেষে, উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস-এর দ্বিতীয় কার্যকরী পর্ষদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।