Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শরিফুলের ওপর দুর্বৃত্তদের    হামলা।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ১০:২২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শরিফুলের ওপর দুর্বৃত্তদের    হামলা।

 

মো: জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি গাইবান্ধা   

গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক  শরিফুলের ওপর দুর্বৃত্তদের হামলা সোমবার ২৪ ফেব্রুয়ারি রাতে  স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় এই হামলা হয়। আহতদের মধ্যে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন ।  তাদেরকে  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে শফিকুল ইসলাম আকাশের অবস্থা আশঙ্কা জনক  বলে জানা গেছে ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মেলায় একটি দোকানে এক নারীকে হেনস্তা করা হচ্ছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক  নেতারা  সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এর ফলে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শফিকুল ইসলামের পেটে ছুরি ধারা  আঘাত লাগে, যেখানে প্রায় ৫০টি সেলাই দেওয়া হয়েছে।
ঘটনার পর  নেতাকর্মীরা শহরের ডিবি রোডে বিক্ষোভ মিছিল করেন এবং রাত ১২টার দিকে গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান যে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও  ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাম্মান ফেরদৌস সরকার  হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন এবং  এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান,