সিয়াম ইসলাম প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ পিএম
news24bd
Live
আন
আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে দেশটি। খবর গালফ নিউজের।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন এবং শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।
গ্র্যান্ড মুফতি এই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমাম এবং কাউন্সিল অব ফতোয়া ও শরিয়াহ সালিসির সমন্বয়ে।
ভৌগোলিক অবস্থান ও সময়গত ব্যবধানের কারণে অস্ট্রেলিয়া সাধারণত বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার ভিত্তিতে রমজানের শুরু ঘোষণা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রমজান মাসের শুরু উপলক্ষে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় তারাবি নামাজ, সেহরি ও ইফতারের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে ধর্মীয় আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে