নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৮ এএম
এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বাংলাদেশ টাইগার্স দলের হয়ে খেলার কথা ছিলো তামিমের। যদিও শেষ পর্যন্ত সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতের রাজস্থানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে তামিমের দুটি ম্যাচ খেলার কথা ছিলো। এ বিষয়ে স্পষ্ট করে তামিম বলেছেন, তার যাওয়ার সম্ভাবনা খুবই কম। তামিম বলেন, না, আমার এখন পর্যন্ত কোনও পরিকল্পনা নেই যাওয়ার। বিশেষ করে দুটি ম্যাচ খেলার জন্য ওরা অনুরোধ করেছে আমাকে। তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন তামিম ইকবাল। বিপিএল চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি এবং জানান, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিজেন্ডস লিগে খেলার ইচ্ছা রয়েছে তার। তবে এশিয়ান লিজেন্ডস লিগে তাকে দেখা যাবে না।
এদিকে জানা গেছে, বাংলাদেশ টাইগার্স দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়াও দলে রয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন।
এছাড়া এশিয়ান প্লেয়ার হিসেবে দলে যোগ দিয়েছেন অলক কাপালি। দলে আরও রয়েছেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সাসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসান।
জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও খেলবে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টারস। আগামী ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স। পরদিন ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে দলটি। এরপর ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ টাইগার্স।
দলগুলোর মধ্যে দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।