Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫
logo

প্রকাশিত সংবাদের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৮:০৮ এএম

প্রকাশিত সংবাদের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

 

মো:জাহিদুল ইসলাম  প্রতিনিধি,গাইবান্ধা 


দৈনিক আজকের  পত্রিকায় গত ১ মার্চ'২৫ ইং বিভিন্ন  পত্রিকায় ,অনলাইন ফেসবুক প্রচার হয়  নিউজ 
"তত্ত্বাবধায়ক-ঠিকাদার রসায়ন"গাইবান্ধা হাসপাতালে দূর্নীতি" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। "তত্ত্বাবধায়ক-ঠিকাদার রসায়ন" "গাইবান্ধা হাসপাতালে 

দূর্নীতি" শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে আমার বা তত্ত্বাবধায়ক স্যারের কোন সম্পৃক্ততা নেই। উক্ত সংবাদটি সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন ঠিকাদার। অত্যান্ত সুনামের সহিত আমি 

যথানিয়মে ঠিকাদারী কার্যক্রম পরিচালনা করে আসছি। গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যারের সঙ্গে আমার যে লেনদেনের কথা বলা হয়েছে তা তিলকে তাল বানানো হয়েছে। 

প্রকৃতপক্ষে তত্ত্বাবধায়ক স্যারের সঙ্গে আমার যে লেনদেন হয়েছে তা একেবারেই ব্যক্তিগত বিষয়। এটা কোন ঘুষ নহে। সুতারং উক্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদটির নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।