Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫
logo

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৮:৫০ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারত ও মিয়ানমার সীমান্ত এর উৎসস্থল। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর থেকে ১৪৯ কিলোমিটার দূরে অবস্থিত এর উৎসস্থল। 

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।