আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কারও জোটে না যাওয়ার বিষয়টি পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নেতাদের দাবি, নির্বাচনের আগে অন্য কোনো দলের নেতৃত্বে নয়, বরং তাদের নেতৃত্বেই নতুন জোট গঠন করা হবে।
আজ বুধবার (৫ মার্চ) নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আগামী ঈদের পর নিবন্ধনের জন্য আবেদন করা হবে জানিয়ে সারোয়ার তুষার বলেন, আমরা অন্য কোনো দলের নেতৃত্বে নয়, আমাদের নেতৃত্বে বিভিন্ন দল জোট করবে। কেননা আমরা নিজেরাই আলাদা সেন্টার হতে চাই। আমাদের নতুন দলটির বিস্তৃতি সারা দেশে ঘটাতে হবে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে সক্ষম। আমরা তিনশ’ আসনেই প্রার্থী দিতে চাই। তরুণ প্রজন্ম সেই চাপ নিতে প্রস্তুত।
তার দাবি, এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা জনগণের ভাগ্যে যে গুণগত পরিবর্তন আনতে হবে তাতে তারা ব্যর্থ। আর সবসময় তাদের হাত ধরেই সব অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে।