Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

ওজু ছাড়া ব্যাট ধরতেন না মুশফিক, স্ত্রীর আবেগঘন পোস্ট


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ পিএম

ওজু ছাড়া ব্যাট ধরতেন না মুশফিক, স্ত্রীর আবেগঘন পোস্ট

বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার নন, বরং কঠোর পরিশ্রম আর নিবেদন দিয়ে নিজের অবস্থান গড়ে তুলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

বুধবার (০৬ মার্চ) রাতে নিজের ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী মুশফিক। তার এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

 

বৃহস্পতিবার (০৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে মন্ডি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ওয়ানডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত, প্রিয়তম! তোমার অসাধারণ এক ওয়ানডে ক্যারিয়ার ছিল।’

স্বামীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেন, ‘নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। ভাঙা পাঁজর নিয়ে খেলেছো, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার খেয়েছো! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দেশ ও দলের জন্য খেলেছো। এমন একজন সৎ মানুষকে জীবনে পাওয়া সত্যিই আশীর্বাদ, যে অজু ছাড়া কখনো ব্যাট ও বল স্পর্শ করত না।’