Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

ওমরাহযাত্রীদের যেসব জিনিস নিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি আরব


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ পিএম

ওমরাহযাত্রীদের যেসব জিনিস নিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি আরব

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সৌদি সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে আসা কোনো মুসল্লি লেজার, আতশবাজি, নকল মুদ্রা ও অনিবন্ধিত ওষুধ সঙ্গে নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

মুসল্লিদের সতর্ক করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে যে তারা এসব নিষিদ্ধ বস্তু বহন করছেন না। ওমরাহযাত্রার আগে কী কী জিনিস সঙ্গে নেওয়া নিষিদ্ধ, তার বিস্তারিত তথ্য জানতে মুসল্লিদের সৌদির যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

হজ বছরে একবার অনুষ্ঠিত হলেও, ওমরাহ সারা বছরই পালন করা যায়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহযাত্রীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখ লাখ মুসল্লি এ সময় পবিত্র মক্কায় ওমরাহ পালনের জন্য আসেন।