Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫
logo

তানোরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৯:২৬ এএম

তানোরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কাউপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তালাকপ্রাপ্তা নারীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই (কাচারীপাড়া) গ্রামের মোঃ সাজ্জাদের ছেলে। 

রবিবার সকালে র‌্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভিকটিম শিখা খাতুন (২৫) প্রায় ০১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। অভিযুক্ত গত ০২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীকে সময় উত্যক্ত ও কুপ্রলোভন দেওয়ার অভিযোগ রয়েছে। যারসূত্র ধরে গত ০২ মার্চ  রাত্রী অনুমান ৭ টার সময় তানোর উপজেলার সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামে দেখা করতে গিয়ে জোরপূর্বক শিখা‘কে ধর্ষণ করে। ওই ঘঁনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এঘটনায় ভুক্তভোগী নিেেজই  তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। রবিবার ৯মার্চ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।