ম্যাচে বল হারে তাইজুল ইসলাম ৪ উইকেট এবং নাসুম আহমেদ ৩ উইকেট শিকার করেছেন। কিন্তু ম্যাচের সবটুকু লাইমলাইট যেনো নিজেই কেড়ে নিলেন তামিম ইকবাল। ডিপিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে দারুণ এক শতক হাঁকিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
একদম ক্যাপ্টেন লিডিং ফর্ম দ্যা ফ্রন্ট যাকে বলে সেটারই ঝলক দেখালেন তামিম। মোহামেডান জিতেছে ৭ উইকেটে, ৪০.২ ওভারে।
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। দলের পক্ষে আহরার আমিন একাই করেন ৭৮ রান। ৮৬ বল খরচ করে হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা। এছাড়া ৪২ রান আসে জাওয়াদ রোয়েনের ব্যাট থেকে। ৩৮ রান করেন জয়রাজ শেখ। যদিও মলিন ছিলেন অধিনায়ক সাব্বির রহমান। ১০ বল মোকাবেলা করে রান করেছেন ১।
মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া নাসুম আহমেদ তিনটি ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট শিকার করেন।