Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫
logo

শিক্ষার্থীকে ধর্ষণ: আদালতে তোলার সময় শিক্ষককে গণপিটুনি


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১২:১৭ পিএম

শিক্ষার্থীকে ধর্ষণ: আদালতে তোলার সময় শিক্ষককে গণপিটুনি

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে।

রোববার (৯ মার্চ) সকালে জেলা পুলিশ আটক ওই শিক্ষক মানিককে আদালতে তুলতে গেলে আদালত প্রাঙ্গনে ছাত্র-জনতার মুখোমুখি হয় শিক্ষক মানিক। এসময় তাকে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধর্ষক মানিককে পুনরায় কোর্ট হাজতে প্রেরণ করেন।

পরে শহর চৌরাস্তা মোড়ে ধর্ষক মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেন জেলার সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল কলেজে ও স্থানীয়রা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য গতকাল শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষক মানিকের কাছে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর পরিবার এমনই অভিযোগ করেছে। পরে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে তার সাথে নরপশুর মতো হিংস্র আচরণ করেছে ওই শিক্ষক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।