বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার জন্য রাজনৈতিক বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন; তাদের স্বাজনরা এখানে আছেন। আমরা জানি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী? জুলাই গণআন্দোলনে হতাহতের স্বজনরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে মামলা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করা যাবে না। অনেকে বলছে, আমরা নির্বাচন পেছাতে চাই। মনে রাখতে হবে, নির্বাচন করবো বলে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। সুতরাং রাজনৈতিক বন্ধুদের বলবো, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না।’
এ সময় তিনি বলেন, ‘অবিলম্বে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কবে, কীভাবে বিচার করা হবে সে বিষয়ে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে।’