নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১০:২৭ পিএম
মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার দিঘারপাড় মহল্লায় মিথ্যা হত্যা মামলার কারণে পরিবারছাড়া এক অসহায় মা মর্জিনা বেগম (৫৫) নামক রোগীর চিকিৎসার অভাবে গত ৯ মার্চ রবিবার ভোরে মৃত্যুবরণ করেছেন।
ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়দের দাবি, এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি নীরব হত্যাকাণ্ড।
জানা যায়, মামলার আসামিদের একজনের মা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। কিন্তু মিথ্যা মামলার ফলে পরিবারের সবাই বাড়িছাড়া হয়ে পড়েন, যার ফলে অসুস্থ মা আশ্রয় নেন ছেলের স্ত্রীর বাবার বাড়িতে।
কিন্তু সেখানেও মামলাকারীদের পক্ষ থেকে সোহেল ড্রাইভার ,বাবুল তালুকাদার, মমিন এরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল । শুধু তাই নয়, তারা স্থানীয়দের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং রোগীকে ডায়ালাইসিস করাতে বাধা দেয়। চিকিৎসার অভাবে সেই রাতেই মৃত্যু ঘটে নিরীহ এই মায়ের।তার লাশ দাফনেও বাধা দেয় তারা।তারা লাশবাহি এম্বুলেন্স কেও আটক করেছিলো।অবশেষে এলাকাবাসির মধ্যস্থতায় জানাযা করা হয়।এই হতভাগা মায়ের দোষটি কি ছিলো??
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং মিথ্যা মামলার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।