Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫
logo

রাবিতে পোশাক নিয়ে কটূক্তির ঘটনায় আটক ২


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০২:২৫ পিএম

রাবিতে পোশাক নিয়ে কটূক্তির ঘটনায় আটক ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের ছাত্রীকে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় অভিযুক্ত তন্ময়সহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩ টার দিকে নগরীর মতিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে আজ দুপুর পৌনে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে মূল আসামি গ্রেপ্তারের নিশ্চিত হওয়ার পর বিকাল ৪ টার পরে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

জানা যায়, গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় ইংরেজি বিভাগের এক ছাত্রীর পোশাক নিয়ে খারাপ মন্তব্য করে তন্ময় নামের স্থানীয় এক যুবক। কটূক্তির প্রতিবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠী শিক্ষার্থীর উপর দুই দফা হামলা করে অভিযুক্ত ও তার সহযোগীরা। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ইংরেজি বিভাগের ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী ফারহান মাহমুদ বাদি হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেছেন। মূল আসামি তুন্ময়কে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।